Monday, August 26, 2019

About Us

Blood Donors' Association, Kumarkhali, Kushtia.
১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস। তার এক দিন আগে এই গ্রুপের যাত্রা শুরু হলো। কুমারখালীবাসীর প্রয়োজনের সময় যাতে রক্তের জন্য হাহাকার করতে না হয় আমরা সেই প্রচেষ্টাই করবো। রক্তদাতাদের একটা ডাটাবেইজ তৈরি এবং যারা নিজেদের রক্তের গ্রুপ জানে না তাদের রক্তের গ্রুপ জানানো এবং রক্তদানে উদ্বুদ্ধ করাই হবে আমদের কাজ। পর্যায়ক্রমে কলেজ, স্কুল, মাদ্রাসা এবং অন্যান্য জায়গায় রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেয়া হবে।

No comments:

Post a Comment